ইআরকিউ হিসাবে জমার ৫০ শতাংশ নগদায়নের নির্দেশ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ জুলাই ২০২২, ০৬:৪২ পিএম


ইআরকিউ হিসাবে জমার ৫০ শতাংশ নগদায়নের নির্দেশ

রপ্তানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে জমা করা বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ নগদায়ন করতে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মূদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এ নির্দেশনার ফলে বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য আসবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছে।

নির্দেশনায় বলা হয়, প্রচলিত ব্যবস্থায় প্রত্যাবাসিত রপ্তানি আয়ের নির্দিষ্ট অংশ ইআরকিউ হিসাবে জমা রাখা যায়। স্থানীয় মূল্য সংযোজনের মাত্রা অনুযায়ী রিটেনশন কোটার হার ১৫ শতাংশ কিংবা ৬০ শতাংশ হতে পারে। তবে তথ্য প্রযুক্তি খাতে এ হার ৭০ শতাংশ। একই সার্কুলারে রিটেশন কোটা হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করার মাত্রা ৫০ শতাংশ কমিয়ে যথাক্রমে ৭.৫০ শতাংশ, ৩০ শতাংশ এবং ৩৫ শতাংশ করা হয়েছে। যা ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

আরএম/এসআই

Link copied