বুধবার ৪ পৌরসভায় ব্যাংক বন্ধ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ জুলাই ২০২২, ১২:০৯ পিএম


বুধবার ৪ পৌরসভায় ব্যাংক বন্ধ

ফাইল ছবি

৪টি পৌরসভার নির্বাচন উপলক্ষে বুধবার (২৭ জুলাই) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সোমবার (২৫ জুলাই) ব্যাংকের প্রধান নির্বাহীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, দেশের ৪টি পৌরসভার (জয়পুরহাট জেলার পাঁচবিবি ও ক্ষেতলাল, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ এবং ঢাকা জেলার দোহার) নির্বাচন উপলক্ষে ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপ-শাখা থাকলে তা বন্ধ থাকবে। 

আরও পড়ুন>> সেনা চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

একইসঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা বা উপ-শাখাগুলোতে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার কথা উল্লেখ করা হয় নির্দেশনায়।

এসআই/জেডএস

Link copied