বিডিবিএল ব্যাংকের পরিচালক সাবেক ডিজি তারিকুল ইসলাম

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৯ এএম


বিডিবিএল ব্যাংকের পরিচালক সাবেক ডিজি তারিকুল ইসলাম

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন এনজিও বিষয়ক ব্যুরোর সাবেক মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানায়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) আর্টিকেলস্ অব অ্যাসোসিয়েশনের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী কে এম তারিকুল ইসলামকে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে ৩ বছর মেয়াদে নিয়োগ করা হয়েছে। এ লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আরও জানায়, বিডিবিএলের পরিচালক পর্ষদে কে এম তারিকুল ইসলামের পরিচালক হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে এ বিভাগকে অবহিত করার জন্যও অনুরোধ করা হলো।

এসআর/ওএফ

Link copied