শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিতে চায় ইসলামী ব্যাংক

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২১, ১০:৪০ পিএম


শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিতে চায় ইসলামী ব্যাংক

শেয়ারহোল্ডারদের জন্য ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ সুপারিশ করা হয়। আগামী ৩৮তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ লভ্যাংশ দেওয়া হবে।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বোর্ড সভায় ভাইস চেয়ারম্যান ইউসিফ আবদুল্লাহ আল-রাজী ও মো. সাহাবুদ্দিন, আইডিবি-র প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে.কিউ.এম. হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।

চলতি বছরের ২৭ জুন রোববার ব্যাংকের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ব্যাংকের ডিভিডেন্ড-এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে বৃহস্পতিবার। এছাড়া, সভায় ২০২১ সালের ৩১ মার্চ শেষ হওয়া বছরের প্রথম প্রান্তিকের অ-নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়।

এসআই/আরএইচ

Link copied