এনআরবিসি ব্যাংকের ডিএমডি হলেন কবীর আহমেদ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ জানুয়ারি ২০২১, ০৪:৪৫ পিএম


এনআরবিসি ব্যাংকের ডিএমডি হলেন কবীর আহমেদ

কবীর আহমেদ

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন কবীর আহমেদ। এর আগে তিনি ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) এনআরবিসি ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কবীর আহমেদ এনআরবিসি ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো)। 

তিনি ১৯৯১ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মজীবন শুরু করেন। পর্যায়ক্রমে তিনি প্রাইম ব্যাংক লিমিটেড, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে কাজ করেন। ২০১৩ সাল থেকে কবীর আহমেদ এনআরবিসি ব্যাংকে কর্মরত রয়েছেন।

কবীর আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রী অর্জন করেন।

এসআই/ওএফ

Link copied