শিল্পপতি আজম জে চৌধুরীর স্ত্রী মারা গেছেন

মেরিনা ইয়াসমিন চৌধুরী
প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ইস্ট কোস্ট গ্রুপের ভাইস-চেয়ারপারসন মেরিনা ইয়াসমিন চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর স্ত্রী এবং প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর মা।
শনিবার (১৯ জুন) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় এশার নামাজের পর মেরিনা ইয়াসমিন চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানেই তাকে দাফন করা হবে।
ব্যবসার পাশাপাশি নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন মেরিনা ইয়াসমিন চৌধুরী। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা ও শিক্ষার আলো পৌঁছে দেয়ার মতো জনহিতকর কাজ করতেন তিনি।
তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে পুরো প্রাইম ব্যাংক পরিবার। এক শোক বার্তায় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, মেরিনা ইয়াসমিন ছিলেন প্রাইম ব্যাংকের জন্য এক অনুপ্রেরণীয় ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ সময় সুদূরপ্রসারী দিকনির্দেশনার মাধ্যমে ব্যাংকের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।
এসআই/এইচকে