এনআরবিসি ব্যাংকের আরও ৪টি উপশাখার কার্যক্রম শুরু

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ জুলাই ২০২১, ০৩:৫০ এএম


এনআরবিসি ব্যাংকের আরও ৪টি উপশাখার কার্যক্রম শুরু

সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী, সাতক্ষীরার শ্যামনগর, ঢাকার ডেমরার স্টাফ কোয়ার্টার এবং কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড। 

সোমবার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই উপশাখাগুলোর ব্যাংকিং কার্যক্রম শুরু হয়।

সাতক্ষীরার শ্যামনগর উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভাপতি  এম এম সাইদুর রহমান। শেয়ারহোল্ডার মোহাম্মদ আলীর চৌধুরী সভাপতিত্বে কিশোরগঞ্জের কটিয়াদী উপশাখার উদ্বোধন করে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। এছাড়া ঢাকার ডেমরার স্টাফ কোয়ার্টার এবং কুমিল্লার দাউদকান্দি গৌরীপুর উপশাখার উদ্বোধন করা হয়েছে।

নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসআই/এমএইচএস

Link copied