ইসলামী ব্যাংক রাজশাহী জোনের সম্মেলন অনুষ্ঠিত

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২১, ০৩:৩২ পিএম


ইসলামী ব্যাংক রাজশাহী জোনের সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জুলাই) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

আরও বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দীন মজুমদার, সেলিম আনোয়ার, মুহাম্মদ সাঈদ উল্যাহ এবং জি এম মোহাম্মদ গিয়াস উদ্দীন কাদের। 

রাজশাহী জোনপ্রধান মো. মিজানুর রহমান মিজির সভাপতিত্বে জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

এসআই/এইচকে

Link copied