উপায়’র প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

৩০ জুলাই ২০২১, ০৫:৩৫ এএম


উপায়’র প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দ্রুত বিকাশমান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়। 

ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য মোহম্মদ শওকত জামিল, বশির আহমেদ, এটিএম তাহমিদুজ্জামান, স্বতন্ত্র পরিচালক আশরাফ বিন তাজ এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার। এছাড়াও ‘উপায়’ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশজুড়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়ার লক্ষ্যে ইউসিবি ২০২০ সালের ৩০ জুলাই ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড নামক একটি সাবসিডিয়ারি গঠন করে। চলতি বছরের ১৭ মার্চ কোম্পানিটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড ‘উপায়’ ব্র্যান্ড নামে দেশব্যাপী এমএফএস সেবা দিয়ে যাচ্ছে। 

আরএইচ

Link copied