৮ আগস্ট ব্যাংক বন্ধ, সী‌মিত ব্যাং‌কিং‌য়ে বাড়ল লেন‌দে‌নের সময়

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ আগস্ট ২০২১, ০২:৪৩ পিএম


৮ আগস্ট ব্যাংক বন্ধ, সী‌মিত ব্যাং‌কিং‌য়ে বাড়ল লেন‌দে‌নের সময়

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়া‌নো হয়েছে। বিধিনিষেধ চলাকা‌লে রোববার (৮ আগস্ট) বন্ধ থাকবে ব্যাংক। আর ৯ ও ১০ আগস্ট সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। 

বিষয়টি ঢাকা পোস্ট‌কে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

‌তি‌নি জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বা‌ড়ি‌য়ে‌ছে। এ প‌রি‌প্রেক্ষি‌তে আগামী রোববার ব্যাংক বন্ধ থাকবে। আর ৯ ও ১০ আগস্ট সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। এসময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম বিকেল সা‌ড়ে ৪টার মধ্যে শেষ করতে হবে।

এসআই/এসএম/জেএস

Link copied