দরিদ্র ঠোঁটকাটা রোগীদের পাশে যমুনা ব্যাংক

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১৫ অক্টোবর ২০২১, ০৪:৪৭ এএম


দরিদ্র ঠোঁটকাটা রোগীদের পাশে যমুনা ব্যাংক

যমুনা ব্যাংকের কর্মকর্তাদের দিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি উদ্বোধন

ঠোঁটকাটা ও তালুকাটা রোগে আক্রান্ত দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে যমুনা ব্যাংক। নেদারল্যান্ডের ডাক্তার দ্বারা দুই সপ্তাহব্যাপী এ চিকিৎসাসেবা দেবে ব্যাংকটি। 

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে এ সেবা কার্যক্রম শুরু হবে। সেবা পেতে আগ্রহী রোগীদের যমুনা ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি। 

সম্প্রতি যমুনা ব্যাংকের কর্মকর্তাদের দিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি উদ্বোধনকালে নূর মোহাম্মদ এ কথা জানান। ইউনাইটেড হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক টাওয়ারে ওই স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. ফজলুর রহমান চৌধুরী, ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের জিএম মাসুদ আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

এইচকে

Link copied