তিন ব্যাংকে নতুন এমডি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২১, ১১:২৭ পিএম


তিন ব্যাংকে নতুন এমডি

সরকারি তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাদের নিয়োগের বিষ‌য়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারের বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. ইসমাঈল হোসেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি করা হয়েছে কর্মসংস্থান ব্যাংকের এমডি মো. আব্দুল মান্নানকে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক শিরীন আক্তারকে কর্মসংস্থান ব্যাংকের এমডি করা হয়েছে।

এসআই/এমএইচএস

Link copied