প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন পেল রূপালী ব্যাংক

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২১, ১০:২০ পিএম


প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন পেল রূপালী ব্যাংক

ট্রেজারি বিল ও বন্ডের ইস্যু এবং সেকেন্ডারি মার্কেটে ক্রয়-বিক্রয়ের অনুমোদন পেয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সরকারের ট্রেজারি বিল ও বন্ডের ইস্যু এবং ইস্যু পরবর্তী ক্রয়ে-বিক্রয়ের সেকেন্ডারি মার্কেট সক্রিয় করণের লক্ষ্যে রূপালী ব্যাংক লিমিটেডকে সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে এক বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে।’

‘প্রাইমারি ডিলারদের জন্যে ডেট ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনাসমূহ পরিপালন নিশ্চিতকরণসহ প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেটে পরবর্তী এক বছরের কার্যক্রম বিবেচনাপূর্বক এই লাইসেন্সের মেয়োদ বর্ধিত করা হতে পারে।’
 
এসআই/ওএফ

Link copied