ক্ষুদ্র উদ্যোক্তাদের সব ঋণে মিলবে ‘ক্রেডিট গ্যারান্টি’

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৯ পিএম


ক্ষুদ্র উদ্যোক্তাদের সব ঋণে মিলবে ‘ক্রেডিট গ্যারান্টি’

এখন থেকে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) খাতের উদ্যোক্তাদের সব ধরনের ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি দেবে কেন্দ্রীয় ব্যাংক। আগে শুধু চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) ঋণের বিপরীতে এ ক্রেডিট গ্যারান্টি সুবিধা দেওয়ার জন্য উন্মুক্ত ছিল। 

সোমবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট ক্রেডিট গ্যারান্টি স্কিম ইউনিট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে- ক্রেডিট গ্যারান্টি সুবিধা কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) উদ্যোগ খাতে শুধুমাত্র চলতি মূলধনের (ওয়াকিং ক্যাপিটল) জন্য উন্মুক্ত ছিল। সিএমএসএমই খাতে কোভিড-১৯ এর বিরূপ

প্রভাব পড়েছে। কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তারা অনেক সময় চলতি মূলধন ঋণ গ্রহণ না করে শুধুমাত্র স্বল্প মেয়াদি ঋণ/বিনিয়োগ সুবিধা গ্রহণ করে থাকেন। বর্ণিত প্রেক্ষাপট বিবেচনায় আলোচ্য ক্রেডিট গ্যারান্টি স্কিম এর সুবিধা চলতি মূলধনের পাশাপাশি মেয়াদি ঋণ/বিনিয়োগের জন্যও প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়েছে, অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতি মাসের প্রথম ১০ কার্যদিবসের মধ্যে গ্যারান্টি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার সুযোগ ছিল। এটি পাঁচদিন বাড়িয়ে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ঋণ গ্যারান্টি রেজিস্ট্রেশনের আবেদন করতে পারবে ব্যাংকগুলো। সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যা শিগগিরই কার্যকর হবে।

মহামারির সময়ে ব্যাংকগুলো যাতে বেশি বেশি ছোট ঋণ বিতরণ করে, সেজন্য গত বছরের জুনে ‘ক্রেডিট গ্যারান্টি স্কিম বা ঋণ নিশ্চয়তা স্কিম’ নামে একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সরকার ও বাংলাদেশ ব্যাংক এই তহবিলের প্রয়োজনীয় অর্থের সংস্থান করছে।

কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগের আওতায় ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতে সর্বোচ্চ ৭০ শতাংশ, ব্যবসা খাতে সর্বোচ্চ ৩০ শতাংশ গ্যারান্টি দেওয়া যাবে।

ন্যূনতম তিন বছর সিএমএস খাতে ঋণ দেওয়ার অভিজ্ঞতা আছে এবং যে বছর আলোচ্য গ্যারান্টি স্কিমের আওতায় গ্যারান্টি সুবিধার জন্য আবেদন করতে পারবে, পূর্ববর্তী বছরের ৩১ ডিসেম্বর ভিত্তিক খেলাপি ঋণ ১০ শতাংশ বা তার কম; এ ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আলোচ্য স্কিমের জন্য যোগ্য বিবেচিত হবে। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ঋণ সুবিধা দেওয়ার ক্ষেত্রে গ্যারান্টি সুবিধা পাওয়ার জন্য এ বিধি-নিষেধ প্রযোজ্য হবে না।

সিএমএস ঋণের জন্য বিদ্যমান সীমা যাই থাকুক না কেন আলোচ্য স্কিমের আওতায় গ্যারান্টির জন্য ঋণ সুবিধার পরিমাণ হবে সর্বনিম্ন ২ লাখ টাকা এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা।

এসআই/জেডএস

Link copied