ব্যাক টু ব্যাক এলসির তথ্য যথাসময়ে দিতে ব্যাংকগুলোর গড়িম‌সি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৬ এএম


ব্যাক টু ব্যাক এলসির তথ্য যথাসময়ে দিতে ব্যাংকগুলোর গড়িম‌সি

নির্দেশনা থাকা স‌ত্ত্বেও অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের সার্বিক তথ্য যথাযথভাবে এবং যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের অনলাইন ব্যবস্থায় দিচ্ছে না বেশ কিছু ব্যাংক। ফলে বিল পরিশােধ নিয়ে জটিলতা সৃ‌ষ্টি হচ্ছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে ব্যাংকগুলােকে সতর্ক করে আবারও নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে।

১৩ ফেব্রুয়া‌রি দেওয়া নির্দেশনায় বলা হয়, ২০১৯ সালের ১৬ জানুয়ারি জারি করা সার্কুলার পত্র নিয়ােজিত ব্যাংক শাখাকে অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক এলসির তথ্য যথাযথভাবে এবং যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের অনলাইন ইমপাের্ট মনিটরিং সিস্টেমে (ওআইএমএস) রিপাের্ট করার নির্দেশনা রয়েছে। কিন্তু কোনাে কোনাে ব্যাংক তা করছে না। 

এছাড়া স্থানীয় বিলের বিপরীতে দেওয়া স্বীকৃতির তথ্য কোনাে কোনাে ইস্যুকারী ব্যাংক ওই ব্যবস্থায় রিপাের্ট করছে না। আবার কোনাে কোনাে ব্যাংক স্বীকৃতির তথ্য ওআইএমএস থেকে যাচাই না করেই স্থানীয় স্বীকৃত বিল কিনছে। এ কারণে বিল পরিশােধ নিয়ে জটিলতা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, ইস্যুকারী ব্যাংক ওআইএমএসে এ ধরনের ঋণপত্রের যে তথ্য দিচ্ছে, তা যাচাই করে বেনিফিশিয়ারির অনুকূলে ‘অ্যাডভাইস’ করতে হবে।

এসআই/জেডএস

Link copied