সিএ লাইসেন্স পেল বাংলাদেশ ব্যাংক

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৭ পিএম


সিএ লাইসেন্স পেল বাংলাদেশ ব্যাংক

সার্টিফাইয়িং অথরিটির (সিএ) লাইসেন্স পেয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক।

এ লাইসেন্স অনলাইন লেনদেনে আর্থিক ঝুঁকি কমানোর ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল স্বাক্ষরের প্রচলন করবে। একইসঙ্গে অনলাইন লেনদেনের ক্ষেত্রে তথ্য প্রদানকারী ও গ্রহণকারীর পরিচিতির পাশাপাশি তথ্যের গোপনীয়তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ (সিসিএ)  বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে এ লাইসেন্স দেন সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

অনুষ্ঠানে সিনিয়র সচিব বলেন, এই কার্যক্রম বাংলাদেশে ইলেকট্রনিক ও ডিজিটাল স্বাক্ষর প্রসারের ক্ষেত্রে একটি মাইলফলক। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং খাতে ডিজিটাল স্বাক্ষর বাস্তবায়নের ফলে দেশের জনগণের অনলাইন আর্থিক লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সাঈদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

এসআই/জেডএস

Link copied