আরামিটের মুনাফা বেড়েছে

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ মার্চ ২০২২, ০৯:২৫ এএম


আরামিটের মুনাফা বেড়েছে

আরামিট সিমেন্টের লোকসান বাড়লেও মুনাফা বেড়েছে একই গ্রুপের আরেক প্রতিষ্ঠান আরামিট লিমিটেডের। কোম্পানিটির ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। যা কোম্পানির সর্বশেষ পরিচালনা পর্ষদের সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

কোম্পানির তথ্য অনুসারে, ২০২১ সালের দুই প্রান্তিকের মধ্যে দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর ২০২১ সালে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। ২০২০ সালের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৫১ পয়সা।

আর তাতে দুই প্রান্তিকে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ১৮ পয়সা। অর্থাৎ দুই প্রান্তিকে ৯৪ পয়সা করে মুনাফা বেড়েছে ১৯৮৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির।

তাতে ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৭২ টাকা ৯৩ পয়সা।

প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০২১ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ শেয়ারপ্রতি ৫ টাকা করে লভ্যাংশ দিয়েছে। ৬ কোটি টাকার মূলধনী কোম্পানিটির শেয়ার সংখ্যা ৬০ লাখ।

এমআই/এসএসএইচ

Link copied