একদিনে বাজার মূলধন বাড়ল ১০ হাজার কোটি টাকা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৩ পিএম


একদিনে বাজার মূলধন বাড়ল ১০ হাজার কোটি টাকা

ট্রেজারি বন্ড এবং ডিবেঞ্চার ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বিশটি খাতের শেয়ারের দাম বেড়েছে। আর তাতে টানা দু’দিন দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বাজারে বড় উত্থান হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১২২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪১২ পয়েন্ট। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও সূচক বাড়ায় বিনিয়োগকারীদের পুঁজি (অর্থাৎ ডিএসইতে বাজার মূলধন) বেড়েছে ১০ হাজার ৪৪১ কোটি ২৪ লাখ ২৪ হাজার টাকা।

ডিএসইর তথ্যানুযায়ী, মঙ্গলবার বাজারে মোট ৩৪৯ সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪০টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১২২ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২৪ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৮৩ কোটি ৩০ লাখ ২৯ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৯ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, লাফার্জ হোলসিম, এনার্জিপ্যাক, স্কয়ার ফার্মা এবং মীর আক্তার হোসেন লিমিটেড।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাপোলো ইস্পাত, ডমিনেজ, ফুয়াং-সিরামিক, মাইডাস ফাইনেন্স, মীর আক্তার হোসেন, লঙ্কা-বাংলা ফাইনেন্স, অলিম্পিক এক্সেসরিজ, সিএপিএমআইবিবিএলএমএফ, এনার্জিপ্যাক এবং শাইনপুকুর সিরামিক লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৪১২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

এ বাজারে লেনদেন হয়েছে মোট ২৬ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকার। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮ কোটি ১১ লাখ ৫৬ হাজার টাকার।

এমআই/জেডএস

Link copied