ডিএসইর সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান আর নেই

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃতের পারিবারিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
রকিবুর রহমান বেশ কয়েক বছর ধরেই প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। সিঙ্গাপুরে কয়েক দফা চিকিৎসায় তিনি অনেকটা সুস্থ হন। মাঝে তিনি দুবার করোনা আক্রান্ত হয়েছিলেন।
২০২১ সালের ডিসেম্বরে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন রকিবুর রহমান। থাইল্যান্ডে যাওয়ার আগে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।
এসআই/আরএইচ