বড় দরপতনের পথে পুঁজিবাজার

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ এপ্রিল ২০২২, ১০:৫২ এএম


বড় দরপতনের পথে পুঁজিবাজার

বড় দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আগের দিনের মতো সোমবার (১৮ এপ্রিল) শেয়ার বিক্রির চাপে ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের শেয়ারের দাম কমেছে।

এতে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৬৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৫১ পয়েন্ট।

কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। ফলে রোববারের চেয়ে সোমবার আরও বড় দরপতনের শঙ্কা করছেন বিনিয়োগকারীরা।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ৩৩২টি প্রতিষ্ঠানের মোট ২ কোটি ৩২ লাখ ৯৮ হাজার ৮২৪টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে ছয় হাজার ৪৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ১২ দশমিক ৫৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৫ দশমিক ১৮ পয়েন্ট কমেছে। আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১০০ কোটি ২৭ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে ১৯ হাজার ২৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ১৬ লাখ ১৯ হাজার ৯০৬ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ৩২টির, আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এমআই/আইএসএইচ

Link copied