লভ্যাংশ ঘোষণা করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ২০০৮ সালে ব্যাংক খাতে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি ২০২১ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ, আর ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২০ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় ২০২১ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০২০ সালেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য মতে, ২০২১ সালে ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৩৬ পয়সায়। সেখান থেকে ৯৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ২১১ শেয়ারহোল্ডারদের জন্য ৫০ পয়সা করে টাকা দেবে। পাশাপাশি দুটি শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার দেবে। বাকি টাকা কোম্পানির অন্যান্য খাতে ব্যয় হবে।
এর আগের বছর ২০২০ সালে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ৭৯ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ১৫ জুন। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে সকাল ১০টায় কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।
২০২১ সালের ৩১ ডিসেম্বর সময়ে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৪২ পয়সা।
এমআই/এমএইচএস