পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বগতি, দুই ঘণ্টায় লেনদেন ৫০০ কোটির বেশি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৮ পিএম


পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বগতি, দুই ঘণ্টায় লেনদেন ৫০০ কোটির বেশি

আর্থিক প্রতিষ্ঠান, বিমা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের শেয়ারের দাপটে চলছে পুঁজিবাজারের লেনদেন। তিন খাতের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে মিশ্রপ্রবণতায় লেনদেন হচ্ছে- প্রকৌশল, ব্যাংক, ওষুধ ও রসায়ন এবং বস্ত্রখাতের কোম্পানির শেয়ার।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক প্রথম এক ঘণ্টায় বেড়েছে ১১০ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি লেনদেনও গতি ফিরছে।

এসময় বিমা খাতে তালিকাভুক্ত ৪৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩টির শেয়ার। আর্থিক খাতের ২৩টির মধ্যে লেনদেন হয়েছে ২১টির তার মধ্যে দাম বেড়েছে ১৭ আর অপরিবর্তিত রয়েছে চার প্রতিষ্ঠানের শেয়ারের।

ডিএসইর তথ্য মতে, সোমবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৮২ কোটি টাকা। এ সময়ে ডিএসইতে ৩৪৩টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ৩৭টির ও অপরিবর্তিত রয়েছে ৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

এ সময়ে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮১৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ১৩ পয়েন্ট, ডিএস-৩০ এর সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১১ কোটি ১১ লাখ টাকার। সিএসইর প্রধান সূচক ১০ পয়েন্ট বেড়ে ১১০ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।

এমআই/এসএম

Link copied