ইনভেস্তেসিয়া গ্রোথ ফান্ড অনুমোদন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ মে ২০২২, ০৮:৫৯ পিএম


ইনভেস্তেসিয়া গ্রোথ ফান্ড অনুমোদন

ইনভেস্তেসিয়া গ্রোথ ফান্ডের (ওপেন-ইন্ড) খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফান্ডটি হবে বে-মেয়াদি।

মঙ্গলবার (১০ মে) বিএসইসির ৮২৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজকের সভায় বে-মেয়াদি ইনভেস্তেসিয়া গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা করেছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। যার মধ্যে উদ্যোক্তা হিসেবে ইনভেস্তেসিয়া ক্যাপিটাল অ্যান্ড এসেট ম্যানেজমেন্ট লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা দেবে (ফান্ডের প্রাথমিক আকারের ১০ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ‘ইনভেস্তেসিয়া ক্যাপিটাল অ্যান্ড এসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ‘সেন্টেনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়ান সার্ভিসেস লিমিটেড।

এমআই/জেডএস

Link copied