আইএফআইসি ব্যাংকের বন্ড অনুমোদন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ জুন ২০২২, ০৫:৫৬ পিএম


আইএফআইসি ব্যাংকের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেডকে বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা তোলার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১ জুন) বিএসইসির ৮২৫তম সভায় এই অনুমোদনের সিদ্ধান্ত হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় আইএফআইসি ব্যাংকের ৫০০ কোটি টাকার সাত বছর মেয়াদী নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি-রিডিমেবল, ফ্লটিং রেট, সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন করপোরেটসসহ অন্যান্যরা যোগ্য বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। এই বন্ডের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে।

বন্ডের প্রতি ইউনিটের দাম হবে ১ কোটি টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে আছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বন্ডটির ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে থাকবে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক।

এছাড়াও অল্টারনেটিং ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য শর্ত আরোপ করা হয়।

এমআই/ওএফ

Link copied