দাপট দেখাচ্ছে প্রকৌশল-বস্ত্র-বিমা খাতের শেয়ার

সপ্তাহের শেষে কর্মদিবস বৃহস্পতিবার (২ জুন) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারের লেনদেন। প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা খাতের দাপটে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৪ পয়েন্ট।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। তবে লেনদেনে ধীরগতি দেখা গেছে।
প্রথম ২ ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৩৯৩ কোটি টাকার। বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রকৌশল খাতের ১৮টি, বিমা খাতের ২৮টি ও বস্ত্র খাতের কোম্পানির মধ্যে ২৮টির কোম্পানির দাম বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৬টির ও অপরিবর্তিত রয়েছে ৮০টির দাম।
প্রথম দুই ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৩ কোটি১৬ লাখ ৭৪ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৮ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ১৬৬ টাকার শেয়ার।
সিএসইতে দিনের দুই ঘণ্টায় ২২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।
এমআই/ওএফ