রোববার পুঁজিবাজার বন্ধ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৭ পিএম


রোববার পুঁজিবাজার বন্ধ

চলতি মাসের শেষ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ ফেব্রুয়ারি)। সেদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে দেশের পুঁজিবাজারের লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকরা।

তারা ঢাকা পোস্টকে বলেন, প্রতিবছরের মতোই আগামী ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব। তারা বলেন, পর দিন যথারীতি পুঁজিবাজারে লেনদেন চলবে।

এদিকে সরকারি ছুটি থাকায় পুঁজিবাজারের পাশাপাশি ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের পথ ধরে রাষ্ট্রভাষা প্রাপ্তির দিন, মহান শহীদ দিবস। একইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। ১৯৫২ সালের এ দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর জব্বারসহ আরও অনেকে। একুশের প্রথম প্রহর থেকেই সারাদেশ কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করবে মানুষ।

দেশের সব জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান শ‌হীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারগুলোতে হাজারও মানুষের ঢল নামে এদিন। এসময় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এমআই/এসএসএইচ

Link copied