পুঁজিবাজারে পতন থামল

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০৬ পিএম


পুঁজিবাজারে পতন থামল

ব্যাংক-বীমা এবং আর্থিক খাতের শেয়ারের দাম বাড়ায় টানা পাঁচ কার্যদিবস পতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইসিবি, লঙ্কা-বাংলা ফাইনেন্স এবং আইডিএলসি ফাইনেন্সসহ বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মার্কেট সাপোর্টের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৬৭ পয়েন্ট। এর আগের দিন সূচক কমেছিল ৬৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার সূচক বেড়েছে ২০৭ পয়েন্ট।

বাজার চিত্রে দেখা যায়, বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সকাল ১০টায় লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিল দিনের লেনেদেনের শেষ পর্যন্ত। এদিন ব্যাংক খাতের ১২টি শেয়ারের দাম বেড়েছে। কমেছে পাঁচটির, অপরিবর্তিত রয়েছে ১৩টির।

বীমা খাতের ৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১টির, অপরিবর্তি রয়েছে ৪টি প্রতিষ্ঠানের শেয়ারে দাম। এছাড়াও আর্থিক খাতের শেয়ারের মধ্য দাম বেড়েছে ১৫টির, কমেছে ৩টির, অপরিবর্তিত রয়েছে ৪টির।

এদিকে মঙ্গলবার প্রায় ৮ শতাংশ দাম কমা বেক্সিমকোর শেয়ারের দাম বুধবার বেড়েছে ৬ শতাংশ, বেক্সিমকো ফার্মার দাম বেড়েছে সাড়ে ৪ শতাংশ।

ডিএসইর তথ্যানুযায়ী, বুধবার বাজারে মোট ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৭টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৬৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৩৮ দশমিক ৮৩ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৩০ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৮১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মা, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, ওয়ালটন, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ই-জেনারেশন, বিকন ফার্মা, রবি আজিয়াটা, জেএমআই সিরিঞ্জ, লিব্রাইনফিউশন, শাইনপুকুর সিরামিক, জিকিউ বলপেন, বেক্সিমকো, এনার্জিপ্যাক, এবং লঙ্কাবাংলা ফাইনেন্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক আগের দিনের তুলনায় ২০৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

বাজারে লেনদেন হয়েছে মোট ২৮ কোটি ৯০ লাখ ২৪ হাজার টাকার শেয়ার। তার আগের দিন লেনদেন হয়েছিল ২৬ কোটি ৪৯ লাখ ৩২ হাজার টাকার শেয়ার।

এমআই/জেডএস

Link copied