তিন মার্চেন্ট ব্যাংকের আইপিওর আবেদন সুবিধা বাতিল

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
আইন লঙ্ঘনের দায়ে তিনটি মার্চেন্ট ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের সুবিধা বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠান তিনটি হলো- বেঙ্গল ইনভেস্টমেন্ট লিমিটেড, সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড এবং পিএলএফএস লিমিটেড।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিএসইসির ৭৬৩তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, তিনটি প্রতিষ্ঠান (মার্চেন্ট ব্যাংকার্স) বিধিমালা লঙ্ঘনের জন্য আইপিও কোটা সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানগুলো ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ হলে তাদের মার্চেন্ট ব্যাংকার্স নিবন্ধনের সনদও বাতিলের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমটিবি সিকিউরিটিজসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
নিয়ম লঙ্ঘনের দায়ে একই সভায় ডিএসইর সদস্য এমটিবি সিকিউরিটিজ লিমিটেডসহ তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। বাকি দুই প্রতিষ্ঠান হলো- নেক্সাস সিকিউরিটিজ লিমিটেড এবং ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেড। এরমধ্যে এমবিটি সিকিউরিটিজ লিমিটেডকে পাঁচ লাখ এবং নেক্সাস ও ফার্স্ট লিডকে দুই লাখ করে জরিমানা করা হয়েছে।
সোনালী লাইফের আইপিও আবেদনের তারিখ পরিবর্তন
একই সভায় কোম্পানির আবেদন ও বিনিয়োগকারীদের স্বার্থে সোনালী লাইফের চাঁদা নেওয়ার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চের পরিবর্তে কোম্পানিটি মে মাসে সাবস্ক্রিপশন শুরু করবে। গত বছরের ৯ ডিসেম্বর (বুধবার) বিএসইসির ৭৫২তম সভায় সোনালী লাইফের সাবস্ক্রিপশনের অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, ১ কোটি ৯০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৯ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য হবে ১০ টাকা।
আইপিওর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খাতে খরচ করবে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৭ পয়সা (কোম্পানিটি কোনো সম্পদ পুনঃমূল্যায়ন করেনি)। লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ কোটি ৩৩ লাখ টাকা।
এমআই/আরএইচ