পুঁজিবাজারে দেড় হাজার কোটি টাকা লেনদেন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ আগস্ট ২০২২, ০৪:৩৬ পিএম


পুঁজিবাজারে দেড় হাজার কোটি টাকা লেনদেন

ব্যাংক-বিমা খাতের পতনের দিনে ঘুরে দাঁড়িয়েছে ওষুধ ও রসায়ন, সিমেন্ট এবং প্রকৌশল খাতের শেয়ার। ফলে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ আগস্ট) দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৪০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১২২ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

এর ফলে পুঁজিবাজারে টানা পাঁচ কার্যদিবস সূচকের উত্থান হলো। তবে তার আগের টানা চার কার্যদিবস পতন হয়েছিল।

এদিন সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৭ কোটি টাকা। যা চলতি বছরের ২৩ জানুয়ারি পর সর্বোচ্চ লেনদেন। এর আগে ২৩ জানুয়ারি লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারটিতে ৩৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ১৫৮টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ১ হাজার ৪৭৭ কোটি ৫৬ লাখ ৩৩ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৭ কোটি ৭৬ লাখ ২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৪১৯ কোটি টাকার বেশি।

নতুন সপ্তাহের দ্বিতীয় দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে ১৬৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৭টির, আর অপরিবর্তিত রয়েছে ৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, মালেক স্পিনি, সাইফ পাওয়ার এবং তিতাস গ্যাস লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮১টির ও অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৩৭ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৭ কোটি ৬১ লাখ ৭৩ হাজার ২২১ টাকার শেয়ার।

এমআই/জেডএস

Link copied