৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে আইএফআইসি ব্যাংক

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ আগস্ট ২০২২, ১১:৩৮ এএম


৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে আইএফআইসি ব্যাংক

পাঁচশ কোটি টাকার বন্ড ছাড়বে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ মূলধন বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ চতুর্থ নন কনভার্টেবল কুপন বেয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। বন্ড ইস্যু করে ব্যাংকটি ৫০০ কোটি টাকা উত্তোলন করবে। এই অর্থ দিয়ে ব্যাংকটি ব্যাসেল ৩-এর অধীনে টিয়ার-২ মূলধনের ঘাটতি পূরণ করবে।

তবে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রথমে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমোদন নেবে আইএফআইসি ব্যাংক। তারপর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে বন্ড ইস্যুর অনুমোদন নেবে।

১৯৮৬ সালে তালিকাভুক্ত ব্যাংকটির ঋণ রয়েছে ১ হাজার ৪৫৬ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা। আজ দিনের শুরুতে ব্যাংকটির শেয়ারের দাম ছিল ১২ টাকা ৩০ পয়সা। সেখান থেকে ৩০ পয়সা বেড়ে বেলা সাড়ে ১১টায় বিক্রি হয়েছে ১২ টাকা ৬০ পয়সায়।

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৭৮ কোটি ৫৯ লাখ ১০ হাজার ৯৩৯টি। ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল ১ হাজার ৭৮৫ কোটি ৯১ লাখ টাকা।

এমআই/এমএইচএস

Link copied