ন্যাশনাল ব্যাংকের বন্ড অনুমোদন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ জানুয়ারি ২০২৩, ০৯:৫০ পিএম


ন্যাশনাল ব্যাংকের বন্ড অনুমোদন

ব্যাংক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটিকে বিএসইসির সর্বশেষ সভায় বন্ড ছাড়ার এ অনুমোদন দেওয়া হয়েছে। 

রোববার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ফেসভ্যালুর (১০ টাকার) নিচে শেয়ারের দাম থাকা কোম্পানিকে নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেমাবল, ফ্লাটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড ছেড়ে বাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারী এবং আইনানুগ যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

কোম্পানিটির বর্তমানে ৩১২ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭০ কোটি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ২৮ দশমিক ৪৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৮ দশমিক ৩৪ শতাংশ শেয়ার, আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৩ শতাংশ শেয়ার। রোববার সর্বশেষ শেয়ারটি মূল্য ছিল ৮ টাকা ৩০ পয়সা।

২০১৯ সালের পর থেকে গত দুই বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ন্যাশনাল ব্যাংক।

এমআই/জেডএস 

Link copied