মুনাফা কমেছে ফুয়াং সিরামিকের

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৯ পিএম


মুনাফা কমেছে ফুয়াং সিরামিকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মুনাফা কমেছে। ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর-২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, ২০২২ সালে তালিকাভুক্ত কোম্পানিটি গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে ইপিএস কমেছে ২ পয়সা।

নতুন অর্থবছরের দুই প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ পয়সা। এর আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ১৭ পয়সা। সেই হিসেবে গত ছয় মাসে শেয়ার প্রতি আয় কমেছে ৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ দশমিক ৩৫ পয়সা।

এমআই/এসএম

Link copied