জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, খরচ ৩ কোটি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ মার্চ ২০২৩, ১১:৫৩ এএম


জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, খরচ ৩ কোটি

বিদায়ী বছরে শেয়ার প্রতি ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার ৮৬ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির সর্বশেষ পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যা বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ‍্য মতে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৮৬ ডেসিমেল জমি কিনবে। যায় মূল্য হলো ২ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা। জমির অবস্থান কোম্পানির বিস্কুট এবং কনফেকশনারি ইউনিটের পেছনে।

এছাড়াও রেজিস্ট্রেশন চার্জ ও অন্যান্য খরচসহ কোম্পানিটির আরও ২৮ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা ব্যয় হবে।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। বৃহস্পতিবার দিনের শুরুতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫০ টাকা ৫০ পয়সায়। 

এমআই/জেডএস

Link copied