রমজানে পুঁজিবাজারের লেনদেনে নতুন সময়সূচি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ মার্চ ২০২৩, ০৬:৩৯ এএম


রমজানে পুঁজিবাজারের লেনদেনে নতুন সময়সূচি

রমজান মাসের জন্য পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সূচি অনুযায়ী, আজ (সোমবার) পুঁজিবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

ডিএসইর তথ্য মতে, সোমবার (২৭ মার্চ) সকাল ১০টায় যথারীতি লেনদেন শুরু হবে। বিরতিহীনভাবে লেনদেন শেষ হবে দুপুর একটা ২০ মিনিটে। এরপর আরও ১০ মিনিট লেনদেন হবে পোস্ট ক্লোজিং সেশন। সব মিলিয়ে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে।

তবে রমজান মাসের পরে আগের মতোই সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে দুপুর আড়াইটায় শেষ হবে।

>> আজ থেকে নতুন সময়সূচিতে ব্যাংক-অফিস

পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে হলেও বিমা কোম্পানিগুলোর অফিস শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, রমজানের লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এমআই/ওএফ

Link copied