১৫ টাকায় শুরু দেশ জেনারেল ইনস্যুরেন্সের শেয়ার লেনদেন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ মার্চ ২০২১, ১১:৫০ এএম


১৫ টাকায় শুরু দেশ জেনারেল ইনস্যুরেন্সের শেয়ার লেনদেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে বিমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইনস্যুরেন্স লিমিটেড। সোমবার (২৯ মার্চ) সকাল ১০টায় দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির পর লেনদেন শুরু হয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ১৫ টাকা দরে ‘এন’ ক্যাটাগরিতে কোম্পানিটির লেনদেন শুরু হয়। 

এর ফলে দেশের বিমা খাতে ৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০ কোম্পানি তালিকাভুক্ত হলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথমিক গণপ্রস্তাবের (আইপিওর) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা করে দেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি। আইপিওর অর্থ কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড ও ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে তালিকাভুক্তির আগের দিন রোববার (২৮ মার্চ) ২০২০ সালের প্রথম ৯ মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। প্রতিবেদন অনুসারে, গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশ জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১ পয়সা।

কোম্পানিটির গত ৯ মাসে ইপিএস দাঁড়িয়েছে ৮৩ পয়সায়। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৮২ পয়সা। অর্থাৎ, আগের বছরের তুলনায় চলতি বছর একই সময়ে ইপিএস বেড়েছে ১ পয়সা।

এর মধ্যে তৃতীয় প্রান্তিক অর্থাৎ সর্বশেষ তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএসই হয়েছে ৩৫ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা। পাশাপাশি কোম্পানিটির মুনাফা ৮ পয়সা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যা শতাংশের হিসেবে ৩০ শতাংশ। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৫ পয়সা।

কোম্পানিটির আইপিওর শেয়ার পেতে ৫৬ দশমিক ৯৮ গুণ আবেদন জমা পড়ে। আইপিও বিজয়ীদের বরাদ্দ দেওয়া শেয়ার তাদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে গত ২৩ মার্চ পাঠানো হয়েছে। তার আগে গত ১০ মার্চ কোম্পানির লটারির ড্র অনুষ্ঠিত হয়। কোম্পানিটি ১৪ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আইপিওর আবেদন গ্রহণ করে। আইপিওতে ১৬ কোটি টাকার বিপরীতে ৫৬.৯৮ গুণ বা ৯১১ কোটি ৬৮ লাখ টাকার আবেদন জমা পড়ে।

প্রসপেক্টাস অনুসারে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬২ পয়সা। আর ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা।

এমআই/এইচকে

Link copied