২ টাকা করে লভ্যাংশ দেবে ইউনিক হোটেল

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম


২ টাকা করে লভ্যাংশ দেবে ইউনিক হোটেল

শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ অর্থাৎ ২ টাকা করে লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি। তাতে শেয়ারহোল্ডাররা মুনাফা পাবেন ৫৮ কোটি ৮৮ লাখ টাকা।

জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কোম্পানি সচিব শরিফ হাসান।

তিনি বলেন, আমাদের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৬ টাকা ৪২পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

মুনাফা বাড়ার বিষয়ে তিনি বলেন, আমাদের অনেক প্রজেক্টে বিনিয়োগ রয়েছে। এ বছর মূলত কোম্পানির শেয়ার বিক্রি থেকে এক্সট্রা অর্ডিনারি মুনাফা হয়েছে। আরেকটি কোম্পানির শেয়ার আমরা হোল্ড করি, সেখানে আনরিয়েলাইজ গেইন আছে। আর প্রকৃত অপারেশনাল বিজনেস থেকে মুনাফা আসছে ২ টাকা। সব মিলিয়ে এ বছর ৬ টাকা ৪২ পয়সা মুনাফা এসেছে।

২০১২ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২২ সালে ১৫ শতাংশ, ২০২০ ও ২০২১ সালে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। তবে তার আগের বছর ২০১৯ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ ২০১৯ সালের পর কোম্পানি সর্বোচ্চ মুনাফা দিল শেয়ারহোল্ডারদের।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর। ওই দিন ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২৯ কোটি ৪৪ লাখ। আজ সোমবার কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৭১ টাকা ২০ পয়সায়।

এমআই/এমজে

Link copied