শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে রবি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২১, ০৯:১২ পিএম


শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে রবি

শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেবে টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। অর্থাৎ শেয়ারপ্রতি ৩০ পয়সা নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি। 

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) ৩১ শে মার্চ শেষ হওয়া চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে। 

কোম্পানিটির তথ্য অনুযায়ী, ৩১ মার্চ ২০২১ সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৬ পয়সা। প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১ টাকা ৬৮ পয়সা। 

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩৩ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৯০ পয়সা এবং প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫ টাকা ৩৬ পয়সা। 

তবে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি রবি আজিয়াটা। 

এমআই/জেডএস

Link copied