নয়দিন পর পুঁজিবাজারে মূল্য সংশোধন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ এপ্রিল ২০২১, ০১:৫৬ পিএম


নয়দিন পর পুঁজিবাজারে মূল্য সংশোধন

টানা নয় কার্যদিবস সূচকের উত্থানের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ এপ্রিল) দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। এদিন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। আর তাতে উভয় বাজারে কমেছে সূচক।

এর আগে চলতি মাসের ১১ এপ্রিল 'লকডাউনে' পুঁজিবাজার বন্ধ থাকতে পারে এমন খবরে দরপতন হয়েছিল। তাতে ডিএসইর প্রধান সূচক কমেছিল ৯০ পয়েন্ট। তারপর রোববার (২৫ এপ্রিল) পর্যন্ত মোট নয় কার্যদিবস সূচকের উত্থান হয়েছিল।

দিনভর সূচক ওঠানামা শেষে সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১২ পয়েন্ট, অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (চসিক) প্রধান সূচক কমেছে ৪৯ পয়েন্ট।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস ৭ দশমিক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৮ দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯১টির, অপরিবর্তীত রয়েছে ৬২টির। মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে সাত কোটি টাকা লেনদেন বেড়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- বেক্সিমকো, লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, বিজিবি পাওয়ার, বিডি ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা, ন্যাশনাল ফিড মিলস এবং রেনেটা লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪৯ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৮ পয়েন্টে। 

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৩টির, আর অপরিবর্তীত রয়েছে ৪৭টির। লেনদেন হয়েছে মোট ৭১ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার টাকা। এর আগের দিন লেনেদেন হয়েছিল ৬২ কোটি ৮৪ লাখ ৩৭ হাজার টাকা।

এমআই/জেডএস

Link copied