এনার্জিপ্যাকের আইপিও লটারি রোববার

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ জানুয়ারি ২০২১, ০৩:২৮ পিএম


এনার্জিপ্যাকের আইপিও লটারি রোববার

প্রতীকী ছবি

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের জন্য লটারির ড্র অনুষ্ঠিত হবে রোববার (৩ জানুয়ারি)।

এদিন সকাল সাড়ে ১০টায় বিজয়ীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে লটারি অনুষ্ঠিত হবে।

বিদ্যুৎ ও জ্বালানিখাতের কোম্পানিটি ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮০০টি সাধারণ শেয়ার পেতে ১০ দশমিক ৬১ শতাংশ আবেদন জমা পড়ে।

সাধারণ বিনিয়োগকারীদের কাছে এই শেয়ার ইস্যুর মাধ্যমে ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা উত্তোলনের লক্ষ্যে কোম্পানিটির আইপিওতে ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করে। সাধারণ বিনিয়োগকারীরা ৩১ টাকা মূল্যে (প্রান্তসীমা থেকে ১০ শতাংশ বাট্টায়) কোম্পানির শেয়ার কিনবে।

গত বছরের ২১ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।
 
এরপর বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারের কাট অব প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে এ দরে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি ইস্যু করা হবে। তাদের কাছে থেকে উত্তোলন করা হবে ৭০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৮১০ টাকা।

এই টাকা উত্তোলন করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচখাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫ দশমিক১৫ টাকা এং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) দাঁড়িয়েছে ৩০ দশমিক ২০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩দশমিক ১৩ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

এমআই/জেডএস

Link copied