শেয়ারহোল্ডারদের ২ কোটি ৯৬ লাখ টাকা দেবে সেন্ট্রাল ইনস্যুরেন্স

মুনাফার পৌনে ১১ কোটি টাকার মধ্যে শেয়ারহোল্ডারদের মাত্র ২ কোটি ৯৬ লাখ টাকা লভ্যাংশ হিসেবে দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
৩১ ডিসেম্বর, ২০২০ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কোম্পানি সচিব জাফর আলী। তিনি বলেন, বৃহস্পতিবার (২০ মে) বিকেলে কোম্পানির বোর্ড সভা ছিল। সভায় ২০২০ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৩ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া হবে। সে হিসেবে প্রতিষ্ঠানটির ৪ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার ৪৫টি শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি ৬০ পয়সা করে মোট ২ কোটি ৯৬ লাখ ৬২ হাজার ২২৭ টাকার লভ্যাংশ দেবে কোম্পানিটি।
১৯৯৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ জুন।
২০২০ সালে সাড়ে ১৩ শতাংশ লভ্যাংশ দেওয়া কোম্পানির কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ১৮ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ১৪ পয়সা। তারপরও শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কম দিয়েছে কোম্পানিটি। এর আগের বছর প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি ৭০ পয়সা অর্থাৎ সাত শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
৩১ ডিসেম্বর ২০২০ সালে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ০২ পয়সা। কোম্পানিটির শেয়ারের দাম বৃহস্পতিবার সর্বশেষ ছিল ৫৯ টাকা ৮০ পয়সা।
এমআই/এসকেডি