মোজাফফর স্পিনিং রিং ইউনিটের উৎপাদন শুরু

একটি স্পিনিং মিলের সংগৃহীত ছবি
রিং ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) থেকে কোম্পানিটি বিএমআরই রিং ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। পরিচালনা পরিষদের সিদ্ধান্তের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
জানা গেছে, ২০১৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটি উৎপাদন শুরুর আগে রিং ইউনিট নির্মাণ ও মেশিন স্থাপনের পর ট্রায়াল কার্যক্রম সম্পন্ন করে।
‘বি’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিটি ২০১৯ সালে ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে শেয়ারহোল্ডারদের। ২০১৬ সালে সর্বশেষ ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া কোম্পানিটি ২০১৭ সালে এবং ২০১৮ সালে ৫ শতাংশ করে বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৩৯ শতাংশ শেয়ার থাকা কোম্পানিটির স্বল্প এবং দীর্ঘ মেয়াদি ১১২ কোটি টাকার ব্যাংক ঋণ রয়েছে। এর মধ্যে দীর্ঘ মেয়াদি ঋণ হচ্ছে ৪৩ কোটি ৩৬ লাখ ৮ হাজার টাকা। আর স্বল্প মেয়াদি ঋণ ৬৮ কোটি ৪৮ লাখ টাকা।
এমআই/এইচকে