পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ল

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ মে ২০২১, ০৫:৪৯ পিএম


পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ল

পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় করে প্রতিদিন পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, এখন থেকে পুঁজিবাজারে স্বাভাবিক সময়ে লেনদেন হবে। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টা ৩০ মিনিটে। মঙ্গলবার (১ জুন) থেকে এই সময়ে লেনদেন হবে।

এছাড়া লেনদেন চলাকালে প্রি-ওপেনিং সেশন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা এবং পোস্ট ক্লোজিং সেশন দুপুর আড়াইটা থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত চালু থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। ফলে ৬ জুন পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে। তবে বিধিনিষেধের এ সাতদিন লেনদেন ও ব্যাংক খোলা রাখার সময় আগের চেয়ে আধা ঘণ্টা বাড়ানো হয়। এরপর কমিশন পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত করার সিদ্ধান্ত নেয়।

এমআই/জেডএস

Link copied