বাজেটে সুসংবাদ পাওয়া তিন খাতের শেয়ারে নজর বিনিয়োগকারীদের

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিমেন্ট এবং প্রকৌশল খাতে কর সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও বস্ত্র খাতে রফতানির ওপর ১ শতাংশ প্রণোদনা দেওয়া হয়েছে। আর তাতে এই তিন খাতের শেয়ারে নজর পড়েছে বিনিয়োগকারীদের। আর তাতে প্রস্তাবিত বাজেট ঘোষণার পর দিন এসব খাতের শেয়ারে ইতিবাচক প্রভাব পড়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী। এরপর সপ্তাহের প্রথম কার্যদিবস আজ (রোববার) ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সব শেয়ারের বিক্রির চাপের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। তবে বিপরীত চিত্র দেখা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাত, প্রকৌশল এবং বস্ত্র খাতের শেয়ারে। এ তিন খাতের অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে। এসব শেয়ারের বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা বেশি।
সব মিলিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস সূচক ওঠানামার মধ্যদিয়ে লেনদেন শুরু হয়েছে। এদিন লেনদেনের প্রথম ৩০ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৮ পয়েন্ট।
নিয়ম অনুসারেই এদিন সকাল ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেনের ৩ মিনিটেই সূচক বাড়ে ২৫ পয়েন্ট। তবে তা স্থায়ী হয়নি ব্যাংক, বিমা কোম্পানির শেয়ার বিক্রির চাপে। ফলে লেনদেনের প্রথম ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে ৬ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৯৫ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫২২ কোটি ৯১ লাখ ২ হাজার টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ১২০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের দাম।
অপর স্টক এক্সচেঞ্জে সিএসইতে লেনদেন হয়েছে সাত কোটি ২৭ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার। সিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৫৮টির। অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের দাম।
এমআই/এনএফ