আশুগঞ্জ পাওয়ার বন্ডের কুপন রেট সাড়ে ৮ শতাংশ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ জুন ২০২১, ১০:৫৬ এএম


আশুগঞ্জ পাওয়ার বন্ডের কুপন রেট সাড়ে ৮ শতাংশ

বন্ড ইউনিট হোল্ডারদের জন্য সাড়ে আট শতাংশ কুপন রেট ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ড খাতের আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)। 

রোববার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত দ্বিতীয় বছরের প্রথমার্ধের জন্য এই কুপন রেট ঘোষণা করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ জুলাই। ২০২০ সালে তালিকাভুক্ত কোম্পানিটি নন-কনভার্টেবল অ্যান্ড ফুল্লি রিডেম্বল কুপন বিয়ারিং বন্ড লেনদেন হচ্ছে।

এপিএসসিএল বন্ড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করে। শতভাগ সরকারি মালিকানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন ৫ হাজার টাকা ইস্যু মূল্যের ২ লাখ বন্ড আইপিওতে ছেড়ে ১০০ কোটি টাকা সংগ্রহ করে।

পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকা কোম্পানিটি ভূমি উন্নয়ন ও সিভিল ওয়ার্ক, প্রাথমিক জ্বালানি, যানবাহন ক্রয়, প্রকৌশলী ও পরামর্শক সেবা, চলতি মূলধন এবং প্রাথমিক গণপ্রস্তাব খাতে ব্যয় করে।

এমআই/জেডএস

Link copied