বিদেশি বিনিয়োগ আনতে দুবাইয়ে রোড শো করবে বিএসইসি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ জানুয়ারি ২০২১, ১১:৩৫ এএম


বিদেশি বিনিয়োগ আনতে দুবাইয়ে রোড শো করবে বিএসইসি

বিশ্ব দরবারে দেশের পুঁজিবাজারকে তুলে ধরার পাশাপাশি পুঁজিবাজারের ব্রান্ডিংসহ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রোড শো করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রাথমিকভাবে চারদিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমাদের পুঁজিবাজার আন্তর্জাতিকমানের কিন্তু ব্রান্ডিং নেই। তাই বিদেশি বিনিয়োগকারীরাও আসছে না। বিশ্বে আমাদের পুঁজিবাজার পরিচিত করতে চাই। সে লক্ষ্যে আমরা রোড শো করছি। আগামী ৯-১২ ফেব্রয়ারি দুবাইয়ে রোড শো করব।

এশিয়ার অন্যান্য দেশের পাশাপাশি ইউরোপ, আমেরিকা, অস্ট্রলিয়ার দেশগুলোতে রোড় শো করা হবে বলে জানা তিনি।

বিএসইসির তথ্য অনুসারে, প্রথম ধাপে আগামী মাসের ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি দুবাইয়ে ‘রাইজিং অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ নামে চারদিন ব্যাপী রোড শো অনুষ্ঠিত হবে। দুবাই মলের কাছে স্কাই ভিউ হোটেলে চারদিনের রোড শো করবে বিএসইসি।

রোড শোতে পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারগুলোতে বিএসইসির চেয়ারম্যানসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন। 

চারদিনের কর্মসূচি
৯ ফেব্রুয়ারি সকালে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ অনুষ্ঠিত হবে। একই বিষয়ে দুপুরে আরকটি সেমিনার হবে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে।

১০ ফেব্রুয়ারি সকালে ‘সুকুক: দ্যা নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ’ শিরোনামে একটি সেমিনার হবে। এতে অংশ গ্রহণ করবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

১১ ফেব্রুয়ারি সকালে ‘স্কোপ অব প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেনচার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শিরোনামে একটি সেমিনার হবে। এখানেও অংশ গ্রহণ করবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

সর্বশেষ ১২ ফেব্রুয়ারি ‘বাইলেটারেল অ্যান্ড মাল্টিলেটারেল মিটিং’ অনুষ্ঠিত হবে। এখানে বিনিয়োগকারীদের ছোট ছোট গ্রুপ অংশ গ্রহণ করবে।

রোড শোতে আংশ গ্রহণ করতে আগামী ২৫ জানুয়ারির মধ্যে নাম নিবন্ধন করার জন্য চিঠি দিয়েছে বিএসইসি। যেকোন প্রতিষ্ঠানের প্রতিনিধি রোড শোতে অংশ নিতে পারবে। যাওয়ার জন্য সহযোগিতা করবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

এমআই/ওএফ

Link copied