পাঁচ বছর পর লভ্যাংশ দিচ্ছে ঢাকা ডাইং

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ জুন ২০২১, ০৯:৫৩ এএম


পাঁচ বছর পর লভ্যাংশ দিচ্ছে ঢাকা ডাইং

পাঁচ বছর পর মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ফলে ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য এক শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এই নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ। অর্থাৎ শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি ১০ পয়সা করে মোট ৮৭ লাখ ১৫ হাজার ৩৪৫ টাকা দেবে।

সোমবার (২১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০১৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য সর্বশেষ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। এরপর দীর্ঘ পাঁচ বছর পর এবার শেয়ারহোল্ডারদের এক শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিদায়ী বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১৩ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১০ পয়সা লভ্যাংশ দিচ্ছে।

২০০৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ইতিহাসে এই প্রথম নগদ লভ্যাংশ দিল। এর আগের ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত  বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে শেয়ারহোল্ডারদের। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে বর্তমানে রয়েছে ৩০ দশমিক ৪৫ শতাংশ শেয়ার, সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২২ দশমিক ৬৪ শতাংশ শেয়ার।

রোববার (২০ জুন) বস্ত্র খাতের কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৭ টাকা ৪০ পয়সা। কোম্পানির শেয়ারধারীর সংখ্যা ৮ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ৪৫৩ জন।

এমআই/এইচকে

Link copied