বন্ড ইস্যুতে সংশোধনী আনছে পূবালী-ব্যাংক এশিয়া

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ জুন ২০২১, ১২:৩৭ পিএম


বন্ড ইস্যুতে সংশোধনী আনছে পূবালী-ব্যাংক এশিয়া

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দশনার আলোকে পারপেচ্যুয়াল বন্ড ইস্যুতে সংশোধনী নিয়ে আসছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংক। ব্যাংকগুলো হচ্ছে- পূবালী ব্যাংক লিমিটেড এবং ব্যাংক এশিয়া লিমিটেড।

বৃহস্পতিবার (২ ৪জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

ব্যাংক দুটির মধ্যে পূবালী ব্যাংক ৫০০ কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে। এক্ষেত্রে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর বদলে ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। আর বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে উত্তোলন করবে।

বিএসইসির নির্দেশনা অনুসারে ব্যাংকটি বন্ড ইস্যুতে নতুন করে এই সংশোধনী এনেছে। তাতে পূবালী ব্যাংকের অতিরিক্ত টিয়ার-১ (এটি-১) ব্যাংকের ব্যাসেল-৩ শর্ত পূরণে মূলধন সহায়তা করবে।

অপরদিকে ব্যাংক এশিয়াও ৫০০ কোটি টাকার বন্ডের ক্ষেত্রে সংশোধনী এনেছে। ৫০০ কোটি টাকার ৯০ শতাংশ অর্থাৎ ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করবে। আর ১০ শতাংশ অর্থাৎ ৫০ কোটি টাকা প্রাবলিক অফারের মাধ্যমে পুঁজিবাজার থেকে নেবে।

এই সংশোধনী আনার লক্ষ্যে ব্যাংকটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে। আগামী ১৮ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ইজিএম করবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ জুলাই। তাতে ব্যাংকটি প্রাইভেট অ্যাডিশনাল টিয়ার-১ মূলধন সহায়তায় ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে বন্ড ইস্যু করবে।

সভায় সংশোধনী অনুমোদন হওয়ার পর নিয়ন্ত্রক সংস্থাকে অভিহিত করবে। এরপর নিয়ন্ত্রক সংস্থা বন্ডের জন্য চূড়ান্ত অনুমোদন দেবে।

এমআই/জেডএস

Link copied