চুনাপাথর উৎপাদন শুরু করলো লাফার্জ-হোলসিম

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ জানুয়ারি ২০২১, ০৩:১৩ পিএম


চুনাপাথর উৎপাদন শুরু করলো লাফার্জ-হোলসিম

বাণিজ্যিকভাবে চুনাপাথর উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড।

অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে নতুন করে এই ইউনিটে বছরে প্রায় ১২ লাখ টন স্বচ্ছ গ্রেড চুনাপাথর উৎপাদন করবে এই কোম্পানি।

রোববার (১০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০০৩ সালে তালিকাভুক্ত ছাতক, সুনামগঞ্জের এই কোম্পানি শনিবার (৯ জানুয়ারি) থেকে আন্তর্জাতিকমানের স্বচ্ছ আকৃতির গ্রেড চুনাপাথরের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

কোম্পানির তথ্য মতে, পর্ষদের সিদ্ধান্তের আলোকে কোম্পানির নিজস্ব তহবিল থেকে নতুন ইউনিটের জন্য ৪ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।

১৩৫ কোটি টাকা ঋণে থাকা কোম্পানি গেল বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা পরিচালকের হাতে ৬৪ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ শেয়ার আর বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ৮২ শতাংশ শেয়ার। এছাড়াও সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৮ দশমিক ৯০ শতাংশ শেয়ার।

এমআই/ওএফ

Link copied