লিন্ডে বিডির মুনাফা বেড়েছে ৩৭১ শতাংশ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ জুলাই ২০২১, ০৭:২৯ এএম


লিন্ডে বিডির মুনাফা বেড়েছে ৩৭১ শতাংশ

করোনায় অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে (বিডি) বাংলাদেশ লিমিটেডের মুনাফা বেড়েছে ৩৭১ শতাংশ।

মঙ্গলবার (২৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে। আর এ খবরে কোম্পানির শেয়ারের দাম ৩৬ টাকা বেড়ে ১ হাজার ৩৭৬ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ২০২১ সালের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি-জুন পর্যন্ত সময়ে বহুজাতিক এ কোম্পানির আয় ২৬ শতাংশ বেড়ে ২৫২ কোটি টাকা হয়েছে। যা আগের বছর একই সময় চেয়ে ৬৩ কোটি টাকা বেশি।

চলতি বছরের দুই প্রান্তিকের এর মধ্যে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানির ১০৪ শতাংশ আয় বেড়ে ১২৫ কোটি টাকা হয়েছে। যা শতাংশের হিসেবে মুনাফার বেড়েছে ৩৮৬ শতাংশ। আর টাকার অংকে মুনাফা যা বেড়েছে ৩৪ কোটি টাকা।

সব খরচ বাদে ২০২০ সালের চেয়ে ২০২১ সালের একই সময়ে আয় বাড়ায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪১ টাকা ৪২ পয়সা। যা এর আগের বছর অর্থাৎ ২০২০ সালের একই সময়ে ইপিএস হয়েছিল ২৫ টাকা ১৬ পয়সা। অংকের হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ১৬ টাকা ২৬ পয়সা আর শতাংশের হিসেবে মুনাফা বেড়েছে ৬৫ শতাংশ।

ছয় মাসের মধ্যে শেষ তিন মাস (এপ্রিল-জুন) সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২২ টাকা ৫৪ পয়সা। যা গত বছর একই ইপিএস ছিল ৪ টাকা ৭৯ পয়সা। যা অংকের হিসেবে কোম্পানির মুনাফা ১৭ টাকা ৭৯ পয়সা আর শতাংশের হিসেবে মুনাফা বেড়েছে ৩৭১ শতাংশ। তিন মাসের মুনাফা বৃদ্ধির মূল কারণ অক্সিজেন বিক্রি। কোম্পানি এ সময়ে ৩৫ হাজার গ্রাহকের কাছে এই অক্সিজেন বিক্রি করেছে।

১৯৭৬ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির মুনাফার বিষয়ে কোম্পানির সচিব আবু মোহাম্মদ নেসার ঢাকা পোস্টকে বলেন, দেশব্যাপী করোনার সংক্রমণ বৃদ্ধির পাওয়ার গত ছয় মাসে অক্সিজেনের চাহিদা বেড়েছে। বিশেষ করে গত তিন মাসে অক্সিজেন সিলিন্ডার বিক্রি বেড়েছে কয়েক গুণ। ফলে কোম্পানির আয়ও বেড়েছে। আর আয় বাড়ায় মুনাফা বেড়েছে।  

গত ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৭ টাকা ১৭ পয়সায়।

এমআই/ওএফ

 
Link copied