লেনদেনে সূচকের নিম্নমুখী প্রবণতা

টানা কয়েকদিনের উত্থানের পর সূচকের নিন্মমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ জানুয়ারি) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে। সকালে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় সূচক ও বাজার মূল্য কমেছে। তবে বেড়েছে লেনদেন।
সকাল ১০টায় লেনদেন শুরু হয়। এর আধাঘণ্টা পর সাড়ে ১০টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২৯টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৮৫টির, অপরিবর্তিত রয়েছে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭১ দশমিক ৬৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ৭৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক পয়েন্ট ১৫, ডিএস-৩০ সূচক কমেছে ৩৫ পয়েন্ট। লেনদেন হয়েছে ৬০৩ কোটি ৮৬ লাখ টাকার বেশি।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সময়ে লেনদেন হয়েছে ৪১ কোটি ৩৫ লাখ টাকার বেশি।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ৭৬টির, অপরিবর্তিত রয়েছে ১৪ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এমআই/জেডএস